লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা।
কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র।
ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণ অন্য কলেজের ছাত্র হলেও ওই সরকারি কলেজের পোশাক পড়ে ক্লাসে যেতেন বলে জানিয়েছে তাদের সহপাঠীরা।
কলেজছাত্রীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই তরুণ ও তার বন্ধুরা।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তরুণ দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র।
ভুক্তভোগী কলেজছাত্রীর মামা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি কলেজে ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে সে হেঁটেই কলেজে যাচ্ছিল। এ সময় ওই ছেলে আমার ভাগনির মাথায় ইট মারে। তার সঙ্গে আরও ১০-১২ জন ছেলে ছিল। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করেছে।’
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার মেয়েকে হাসপাতালের ইমার্জেন্সিতে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে