Ajker Patrika

অবৈধ পশুরহাট, ইউএনওকে দেখে পালালেন ভুয়া ইজারাদার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অবৈধ পশুরহাট, ইউএনওকে দেখে পালালেন ভুয়া ইজারাদার

লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে পশুরহাট বসিয়েছেন আওয়ামী লীগ নেতা  সালা উদ্দিন সুমন। আজ শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স ওই পশুরহাট পরিদর্শনে যান। খবর পেয়েই হাট থেকে সটকে পড়েন সুমন। পরে ইউএনও ওই পশুরহাট বন্ধ করে দেন। 

খোঁজ নিয়ে জানা যায়, চর লরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে অস্থায়ীভাবে পশুরহাটের জন্য ইউএনওর কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। সব বাজার ইজারা দেওয়া শেষ হওয়ার পর গত সোমবার সালা উদ্দিন সুমন চর লরেন্স বাজারের জন্য দরপত্র জমা দেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় সেটি গ্রহণ করা হয়নি। ফলে সেখানে পশুরহাটের ইজারা কেউ পায়নি। এরপরও চর লরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে পশুরহাট বসান সুমন। তিনি সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে সালা উদ্দিন সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে পশুরহাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় আমাদের আসার খবরে সুমন পালিয়ে যান। অবৈধভাবে পশুরহাট বসানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত