লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার উপকূল সরকারি কলেজের সামনে শিশু উদ্ধারের এই ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘চুরির চার দিন পর সুস্থ অবস্থায় উপকূল সরকারি কলেজের সামনের সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত নারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তাঁকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত দেড়টায় উপকূল সরকারি কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় জেনে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের একপর্যায়ে জড়িতরা শিশুটিকে সড়কের ওপর ফেলে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে ও তার বোন সাবিহা ইসলাম মিহিকে নিয়ে মা মরিয়ম বেগম সেখানে আসেন। মিহি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, সে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন।
পরে অপরিচিত এক নারী ওহিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে চুরি করে নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায় লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। এই ঘটনায় ওই দিন রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শিশুটিকে উদ্ধারের দাবিতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী।

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার উপকূল সরকারি কলেজের সামনে শিশু উদ্ধারের এই ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘চুরির চার দিন পর সুস্থ অবস্থায় উপকূল সরকারি কলেজের সামনের সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত নারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তাঁকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত দেড়টায় উপকূল সরকারি কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় জেনে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের একপর্যায়ে জড়িতরা শিশুটিকে সড়কের ওপর ফেলে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে ও তার বোন সাবিহা ইসলাম মিহিকে নিয়ে মা মরিয়ম বেগম সেখানে আসেন। মিহি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, সে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন।
পরে অপরিচিত এক নারী ওহিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে চুরি করে নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায় লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। এই ঘটনায় ওই দিন রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শিশুটিকে উদ্ধারের দাবিতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী।

নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
১৭ মিনিট আগে
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এর মধ্য আটদিন পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
১ ঘণ্টা আগে
‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১ ঘণ্টা আগে