কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী হালিমা বেগম, নুর নেছার।
আজ সোমবার সকালে উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারী হাট এলাকার কালা ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন হালিমা বেগম (৩০), নুর নেছা (৬০), মো. রাছেল (২১), রহিমা বেগম (৩০)।
আহত হালিমা বেগম বলেন, সকাল বেলায় কিছু লোকজন তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের লোকজনকে মারধর করে। হামলায় আমিসহ পরিবারে চারজন আহত হয়েছেন। তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়।
ভুক্তভোগী পরিবারের মো. শরীফ জানান, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দোকানদার গনি ও চামড়া ক্রেতা আব্দুল খালেকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে খালেক ক্ষিপ্ত হয়ে শরীফ ও তাঁর লোকজনের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু আজ সকালে হঠাৎ খালেকের ভাগনে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীরের নেতৃত্বে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা করেন। এতে তার আত্মীয় হালিমা, নুর নেছাসহ চারজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে রাস্তার পাশের গনির দোকানে দুপক্ষের লোকদের মারামারি হয়। সেই মারামারির জের ধরে আজ সকালে খালেকের পক্ষের কিছু লোকজন শরীফদের বাড়িতে হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
হামলার বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, ‘চামড়া কেনা নিয়ে গতকাল রোববার গনির দোকানের সামনে শরীফ ও রাছেলদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ভুক্তভোগী পরিবারের লোকজন আমার মাথা ফাটিয়ে দিয়েছে। বিষয়টি আমার ভাগনে আলমগীরকে জানাই। তবে সে কি করেছে তা আমি জানি না।’
তবে হামলার অভিযোগের অস্বীকার করেছেন তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আমারর নেতৃত্বে কোনো হামলা হয়নি। তবে অভিযুক্ত খালেক আমার আপন মামা হন।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের কমলনগরে কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী হালিমা বেগম, নুর নেছার।
আজ সোমবার সকালে উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারী হাট এলাকার কালা ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন হালিমা বেগম (৩০), নুর নেছা (৬০), মো. রাছেল (২১), রহিমা বেগম (৩০)।
আহত হালিমা বেগম বলেন, সকাল বেলায় কিছু লোকজন তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের লোকজনকে মারধর করে। হামলায় আমিসহ পরিবারে চারজন আহত হয়েছেন। তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়।
ভুক্তভোগী পরিবারের মো. শরীফ জানান, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দোকানদার গনি ও চামড়া ক্রেতা আব্দুল খালেকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে খালেক ক্ষিপ্ত হয়ে শরীফ ও তাঁর লোকজনের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু আজ সকালে হঠাৎ খালেকের ভাগনে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীরের নেতৃত্বে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা করেন। এতে তার আত্মীয় হালিমা, নুর নেছাসহ চারজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে রাস্তার পাশের গনির দোকানে দুপক্ষের লোকদের মারামারি হয়। সেই মারামারির জের ধরে আজ সকালে খালেকের পক্ষের কিছু লোকজন শরীফদের বাড়িতে হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
হামলার বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, ‘চামড়া কেনা নিয়ে গতকাল রোববার গনির দোকানের সামনে শরীফ ও রাছেলদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ভুক্তভোগী পরিবারের লোকজন আমার মাথা ফাটিয়ে দিয়েছে। বিষয়টি আমার ভাগনে আলমগীরকে জানাই। তবে সে কি করেছে তা আমি জানি না।’
তবে হামলার অভিযোগের অস্বীকার করেছেন তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আমারর নেতৃত্বে কোনো হামলা হয়নি। তবে অভিযুক্ত খালেক আমার আপন মামা হন।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে