Ajker Patrika

মায়ের কবরের পাশে শায়িত হলেন হোমায়রা হিমু

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২৩: ৫৩
মায়ের কবরের পাশে শায়িত হলেন হোমায়রা হিমু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। 

এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন। 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম। 

হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি। 

মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। 

হিমুর জানাজায় স্থানীয়রা অংশগ্রহণ করেন। ছবি: আজকের পত্রিকা অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত