কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বড় জামে মসজিদ গলির বাদশা স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তেল মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল মাইকিং করে উপস্থিত জনতার নিকট ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
জানা গেছে, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদশা স্টোরের গুদামে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুদাম থেকে পূর্বে ক্রয়কৃত প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল বড় মসজিদ গলি এলাকার জনসাধারণের মাঝে প্রচারের মাধ্যমে ১৬০ টাকা লিটার বিক্রি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা স্টোরের গুদাম থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার দরে উপস্থিত জনগণের কাছে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বড় জামে মসজিদ গলির বাদশা স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তেল মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল মাইকিং করে উপস্থিত জনতার নিকট ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
জানা গেছে, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদশা স্টোরের গুদামে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুদাম থেকে পূর্বে ক্রয়কৃত প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল বড় মসজিদ গলি এলাকার জনসাধারণের মাঝে প্রচারের মাধ্যমে ১৬০ টাকা লিটার বিক্রি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা স্টোরের গুদাম থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার দরে উপস্থিত জনগণের কাছে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ১৫ মাসে যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন, তাঁদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শাখা ছাত্রদল।
৩ মিনিট আগে
যশোর সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬৫ জন চোরাকারবারিকে ধরা হয়েছে।
১২ মিনিট আগে
বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে জনপ্রতিনিধিদের জরুরি সভা হয়। সভা শেষে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে ‘মব’ করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যুবক হেনস্তা করেন এবং আটক করে থানায় সোপর্দ করেন।
১৭ মিনিট আগে
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।
৩২ মিনিট আগে