কিশোরগঞ্জ প্রতিনিধি

জমির সীমানায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে আপন দুই ভাইবোনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহতদের বাবা শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মোহাম্মদ আবদুল কাদির (৪৪), মো. ইমরান (২৬), এমরান মিয়া (২৩), আরমান মিয়া (২২), মুসলিম (৫০), মাসুম মিয়া (২২) ও ফরিদা ইয়াসমিন (৪১)।
আসামিরা সবাই হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের পূর্ব কুড়িমারা গ্রামের বাসিন্দা। এর মধ্যে আসামি ফরিদা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাদী শামসুল ইসলাম তাঁর জমিতে গাছের চারা লাগাতে যান। এ সময় তাঁর ভাই আবদুল কাদির ও দুই ভাতিজা এমরান ও আরমান জমিতে এসে চারা উপড়ে ফেলেন। শামসুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার সকালে আসামিরা চায়নিজ কুড়াল, লোহার তৈরি খুনতি, দা, শাবল, ছুরি, লাঠি ইত্যাদি নিয়ে বাড়ির সামনে এসে বাদীকে ডাকাডাকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরে শামসুল ইসলাম, বড় ছেলে মাহমুদুল হাসান আলমগীর, স্ত্রী শাহিদা, মেয়ে নাদিরা, মেজো ছেলে হুমায়ন কবির ও ছোট ছেলে সালমান ঘর থেকে বের হয়ে তাঁদের গালিগালাজ করতে নিষেধ করেন।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই আসামি আবদুল কাদির ভাতিজা আলমগীরের ঘাড়ে লোহার খুনতি দিয়ে ঘাই মারে। আলমগীর মাটিতে পরে গেলে মৃত্যু নিশ্চিত করতে চাচাতো ভাই ইমরান পিঠে শাবল দিয়ে ঘাই মারে। আলমগীরকে বাঁচাতে তার মা ও ভাইবোনেরা এগিয়ে গেলে আসামি মুসলিম নাদিরার পেটে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আলমগীর মারা যান। উপর্যুপরি হামলায় আলমগীরের মা, ভাই ও বোন গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত শাহিদা, ভাই হুমায়ুন কবির, সালমান ও বোন নাদিরাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাদিরাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাদী শামসুল ইসলাম বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। আমার দুটি সন্তানকে একসাথে মেরে ফেলছে। আমার সন্তানদের হত্যার বিচার চাই।’
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতদের বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

জমির সীমানায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে আপন দুই ভাইবোনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহতদের বাবা শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মোহাম্মদ আবদুল কাদির (৪৪), মো. ইমরান (২৬), এমরান মিয়া (২৩), আরমান মিয়া (২২), মুসলিম (৫০), মাসুম মিয়া (২২) ও ফরিদা ইয়াসমিন (৪১)।
আসামিরা সবাই হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের পূর্ব কুড়িমারা গ্রামের বাসিন্দা। এর মধ্যে আসামি ফরিদা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাদী শামসুল ইসলাম তাঁর জমিতে গাছের চারা লাগাতে যান। এ সময় তাঁর ভাই আবদুল কাদির ও দুই ভাতিজা এমরান ও আরমান জমিতে এসে চারা উপড়ে ফেলেন। শামসুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার সকালে আসামিরা চায়নিজ কুড়াল, লোহার তৈরি খুনতি, দা, শাবল, ছুরি, লাঠি ইত্যাদি নিয়ে বাড়ির সামনে এসে বাদীকে ডাকাডাকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরে শামসুল ইসলাম, বড় ছেলে মাহমুদুল হাসান আলমগীর, স্ত্রী শাহিদা, মেয়ে নাদিরা, মেজো ছেলে হুমায়ন কবির ও ছোট ছেলে সালমান ঘর থেকে বের হয়ে তাঁদের গালিগালাজ করতে নিষেধ করেন।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই আসামি আবদুল কাদির ভাতিজা আলমগীরের ঘাড়ে লোহার খুনতি দিয়ে ঘাই মারে। আলমগীর মাটিতে পরে গেলে মৃত্যু নিশ্চিত করতে চাচাতো ভাই ইমরান পিঠে শাবল দিয়ে ঘাই মারে। আলমগীরকে বাঁচাতে তার মা ও ভাইবোনেরা এগিয়ে গেলে আসামি মুসলিম নাদিরার পেটে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আলমগীর মারা যান। উপর্যুপরি হামলায় আলমগীরের মা, ভাই ও বোন গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত শাহিদা, ভাই হুমায়ুন কবির, সালমান ও বোন নাদিরাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাদিরাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাদী শামসুল ইসলাম বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। আমার দুটি সন্তানকে একসাথে মেরে ফেলছে। আমার সন্তানদের হত্যার বিচার চাই।’
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতদের বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে