পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ড. আলাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি আজ বেলা ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাকুন্দিয়ার পথে রওনা হবে। বুধবার সকাল ১০টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আগামীকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরুদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
ড. আলা উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ-২ (তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার উপনির্বাচনে তিনি জয়ী হন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় নৌ কমান্ডো, শিক্ষাবিদ, অজাতশত্রু রাজনীতিবিদ প্রফেসর আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মতো একজন নিরেট দেশপ্রেমিকের শূন্যতা সহজে পূরণ হবে না।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অগণিত ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ড. আলাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি আজ বেলা ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাকুন্দিয়ার পথে রওনা হবে। বুধবার সকাল ১০টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আগামীকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরুদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
ড. আলা উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ-২ (তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার উপনির্বাচনে তিনি জয়ী হন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় নৌ কমান্ডো, শিক্ষাবিদ, অজাতশত্রু রাজনীতিবিদ প্রফেসর আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মতো একজন নিরেট দেশপ্রেমিকের শূন্যতা সহজে পূরণ হবে না।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অগণিত ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে