কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ ১২ জন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।
এর মধ্যে যুবদল ও ছাত্রদলের ২৩ জন নেতা-কর্মী রয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়ির চালক সায়েদুলকে আটক করা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে,৭ই নভেম্বর উপলক্ষে দলীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে সমাবেশ ডাকে জেলা বিএনপি। সেই সমাবেশে মিছিল নিয়ে প্রবেশের সময় বাঁধা দেয় পুলিশ। তখন নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীরা। এরপর পুলিশ লাঠিপেটা ও গুলি করে। এতে অনেক নেতা-কর্মী আহত হন। এরপর বেলা সোয়া ১টার দিকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় কয়েক জনকে আটক করে পুলিশ।
এ নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তাঁরা রাস্তা আটকে মিছিল করছিলেন। রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় তাঁরা মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমিসহ ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাই শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এ ঘটনায় দুজন বিএনপির সমর্থককে আটক করা হয়েছে।’
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, ‘আমরা ৭ নভেম্বর উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় পার্টি অফিসের সামনে আমাদের নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা ও গুলি করে পুলিশ। এতে আমাদের ১৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সমাবেশে প্রবেশ করার পথে পুলিশ মিছিলে লাঠিপেটা ও গুলি ছুড়ে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছে। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।’

কিশোরগঞ্জে সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ ১২ জন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।
এর মধ্যে যুবদল ও ছাত্রদলের ২৩ জন নেতা-কর্মী রয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়ির চালক সায়েদুলকে আটক করা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে,৭ই নভেম্বর উপলক্ষে দলীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে সমাবেশ ডাকে জেলা বিএনপি। সেই সমাবেশে মিছিল নিয়ে প্রবেশের সময় বাঁধা দেয় পুলিশ। তখন নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীরা। এরপর পুলিশ লাঠিপেটা ও গুলি করে। এতে অনেক নেতা-কর্মী আহত হন। এরপর বেলা সোয়া ১টার দিকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় কয়েক জনকে আটক করে পুলিশ।
এ নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তাঁরা রাস্তা আটকে মিছিল করছিলেন। রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় তাঁরা মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমিসহ ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাই শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এ ঘটনায় দুজন বিএনপির সমর্থককে আটক করা হয়েছে।’
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, ‘আমরা ৭ নভেম্বর উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় পার্টি অফিসের সামনে আমাদের নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা ও গুলি করে পুলিশ। এতে আমাদের ১৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সমাবেশে প্রবেশ করার পথে পুলিশ মিছিলে লাঠিপেটা ও গুলি ছুড়ে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছে। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে