
দুই কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল রাস্তাটি। ক্ষোভে প্রতিবাদ জানিয়ে এই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছির বাসিন্দারা। দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি দেখা গেছে।
স্থানীয়রা জানান, কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী ১০ আগস্ট সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত করতে পারেন না।
স্থানীয় বাসিন্দা তরুণ মণ্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর পার করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তাঁরা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাঁদা মাড়িয়েই চলাচল করতে হয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়ত মন্ডল মঙ্গল জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাটি এমন হয়েছে। তবে ধানের চারা লাগানো ঠিক হয়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই রাস্তার কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। ধানের চারা রোপণ করেছে আমার প্রতিপক্ষরা।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৯ মিনিট আগে