সোনার বার আত্মসাতের অভিযোগে ওমর ফারুক সুমন (৩১) নামের এক রংমিস্ত্রিকে গত মঙ্গলবার যশোরের বেনাপোল থেকে অপহরণ করা হয়। এর পাঁচ দিন পর তাঁর লাশ মাগুরার সদর উপজেলার রামনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের ঘটনায় গত মঙ্গলবার বেনাপোল পোর্ট থানায় সুমনের মা ফিরোজা বেগম মামলা করেন। এতে পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আসামি করা হয়। মামলার পর থেকে তাঁরা পলাতক আছেন।
লাশ উদ্ধার ও মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লেখন কুমার সরকার। এদিকে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেছে সুমনের পরিবার।
হত্যা মামলার আসামিরা হলেন বেনাপোল পৌরসভার বড় আচড়ার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ছোট আচড়া গ্রামের এজাজ রহমান, শালকোনা গ্রামের তরিকুল ইসলাম ও পলাশ হোসেন।
নিহত ওমর ফারুক সুমন যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ট্যাংরালী গ্রামের ওসমান আলীর ছেলে। ছোটবেলায় তাঁর মাকে ছেড়ে অন্যত্র চলে যান বাবা। অভাবী নানা-নানির সংসারে মাকে নিয়ে থাকতেন সুমন। তিনি রংমিস্ত্রির কাজ করে চারজনের সংসার চালাতেন। তাঁদের মাথা গোঁজার ঠাঁই ঝুপড়ি-ঘরটিও অন্যের জায়গায়।
সুমনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হন সুমন। এরপর মোবাইল ফোন চালু থাকলেও কল ধরছিলেন না তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পোর্ট থানায় অভিযোগ দেয় পরিবার। তাঁকে দ্রুত উদ্ধারের কার্যক্রমে যশোর গোয়েন্দা পুলিশ দায়িত্ব নেয়।
গত মঙ্গলবার সকালে সুমনের পরিবারের কাছে মোবাইল ফোনে কল দেন এক ব্যক্তি। তিনি জানান, সুমন তাঁদের তিন কোটি টাকার সোনার বার আত্মসাৎ করেছেন। এই কারণে তাঁকে আটকে রেখেছেন। ওই ব্যক্তি পরামর্শ দেন গোপনে সোনার বার অথবা টাকা নিয়ে বেনাপোল বন্দরের সামনের একটি ভবনে দেখা করার। তাঁর কথামতো মা ফিরোজা বেগম সেখানে গিয়ে দেখেন সুমনকে নির্যাতন করে ফেলে রাখা হয়েছে। তাঁর মা সোনার বার অথবা টাকা দিতে না পারায় সুমনকে বেনাপোল থেকে অপহরণকারীরা নিয়ে যান মাগুরায়।
অপহরণের সময় পৌর কাউন্সিলর কামাল হোসেনসহ কয়েকজনকে ঘটনাস্থলে দেখেছেন বলে দাবি করেন সুমনের মা। এরপর তিনি সেখান থেকে ফিরে ওই কাউন্সিলরসহ চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আজ সকালে ফেসবুকের মাধ্যমে সুমনের পরিবার মাগুরায় অ্যাসিডে পোড়ানো একটি লাশ উদ্ধারের খবর জানতে পারে। সেখানে গিয়ে শনাক্ত করে লাশ সুমনের বলে নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
নিহতের খালা মুর্শিদা বেগম বলেন, ‘সুমন কীভাবে হয়তো সঙ্গদোষে পড়ে খারাপ মানুষের সঙ্গে মিশেছে। আমরা এসব কিছুই জানি না। তবে কাউন্সিলর ও তাঁর লোকজন সোনা আত্মসাতের মিথ্যা অভিযোগে সুমনকে অপহরণ করে অ্যাসিডে পুড়িয়ে হত্যা করেছে। সঠিক তদন্ত করে এই হত্যাকারীদের শাস্তি দাবি করছি।’
বেনাপোল পোর্ট থানার এসআই লেখন কুমার বলেন, ‘সোনার বার আত্মসাৎ নিয়ে অপহরণের শিকার হন সুমন। পরে তাঁকে হত্যা করে মরদেহ অ্যাসিডে পোড়ানো হয়। হত্যার ঘটনায় চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে