মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’

সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩২ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে