চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান ঠান্ডা (৬৮) সদ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১২ মে) দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৩৯ বছর চাকরি করেছেন এবং ২০১৬ সালে অবসর গ্রহণের পর তাবলিগ জামাতে যুক্ত হয়ে ধর্মীয় কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় তিনি বাড়ির বাইরে বিভিন্ন জেলায় অবস্থান করতেন।
মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি ‘কুচক্রী মহল’ তাঁর অনুমতি ছাড়াই সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বড়বাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। বিষয়টি তিনি লোকমুখে জানতে পারেন ৫ আগস্টের পর।
মিজানুর রহমান বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্যপদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি।’
তিনি আরও বলেন, ‘তাই অদ্য ১২ মে ২০২৫ ইং সাল থেকে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে আমি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কোনো কমিটির বা সংগঠনের সদস্য নই এবং তাদের কারও সাথে আমার কোনো সম্পর্ক নেই বা থাকবে না।’
সংবাদ সম্মেলনে ঘোলা গ্রামের প্রবীণ মো. মোস্তফা মোল্লাসহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান ঠান্ডা (৬৮) সদ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১২ মে) দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৩৯ বছর চাকরি করেছেন এবং ২০১৬ সালে অবসর গ্রহণের পর তাবলিগ জামাতে যুক্ত হয়ে ধর্মীয় কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় তিনি বাড়ির বাইরে বিভিন্ন জেলায় অবস্থান করতেন।
মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি ‘কুচক্রী মহল’ তাঁর অনুমতি ছাড়াই সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বড়বাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। বিষয়টি তিনি লোকমুখে জানতে পারেন ৫ আগস্টের পর।
মিজানুর রহমান বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্যপদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি।’
তিনি আরও বলেন, ‘তাই অদ্য ১২ মে ২০২৫ ইং সাল থেকে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে আমি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কোনো কমিটির বা সংগঠনের সদস্য নই এবং তাদের কারও সাথে আমার কোনো সম্পর্ক নেই বা থাকবে না।’
সংবাদ সম্মেলনে ঘোলা গ্রামের প্রবীণ মো. মোস্তফা মোল্লাসহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে