কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্বজনেরা। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অর্ণব রিউশা (১৭)। তিনি একই গ্রামের সোহেল রানার ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনেরা বলছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পান রিউশা। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তাঁর। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্বজনদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিউশা।

পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকার রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যান। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছিলেন রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেন তিনি। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন। তবে একটিতেও ভর্তির সুযোগ পাননি তিনি।
স্বজনেরা জানান, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মা মুক্তা খাতুন তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় আগুনে পোড়া লাশ পাওয়া যায়।
রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষরক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্বজনেরা। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অর্ণব রিউশা (১৭)। তিনি একই গ্রামের সোহেল রানার ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনেরা বলছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পান রিউশা। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তাঁর। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্বজনদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিউশা।

পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকার রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যান। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছিলেন রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেন তিনি। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন। তবে একটিতেও ভর্তির সুযোগ পাননি তিনি।
স্বজনেরা জানান, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মা মুক্তা খাতুন তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় আগুনে পোড়া লাশ পাওয়া যায়।
রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষরক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে