মাগুরা প্রতিনিধি

ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’

ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে