যশোর প্রতিনিধি

রিকশাচালক হাফিজুর রহমান বলেছেন, ‘বেলাডা বাড়ার সঙ্গে সঙ্গে শহরডা ফাঁকা হয়ে যাচ্ছে। কী যে গরম। গরমে মানুষ বের হতে পারতেস না। প্যাটের জ্বালায় বারোইছি, কিন্তুক প্যাছিন্দার পাচ্ছিনে।’
যশোরে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায় লোকজনের উপস্থিতি কমে গেছে। যাত্রী না পেয়ে শহরের বকুলতলায় বসেছিলেন রিকশাচালক হাফিজুর রহমান। সেখানেই এই প্রতিবেদককে কথাগুলো বলেন তিনি।
এ সময় রিকশাচালক হাফিজুর রহমান বলেন, ‘সকালে একটু গরম কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী যে গরম পড়ছে, যেন আগুনের মতন তাপ। এদিক-ওদিক ছুটেও পরানডা ঠান্ডা করতে পারতিছি না। তাই এই বকুলতলাতে বসেছি, শরীরটা ঠান্ডা করার জন্যি।’
শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, দড়াটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে প্রচণ্ড তাপপ্রবাহে প্রায় জনশূন্য দেখা গেছে। মানুষের উপস্থিতি যেমন কম, তেমনি যানবাহনের উপস্থিতিও কম। কিছু ইজিবাইক, রিকশা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।
শহরের সিভিল কোর্ট মোড়ে ইজিবাইক রেখে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক রফিকুল মণ্ডল। তিনি বলেন, ‘সেই সকালে গাড়ি নিয়ে বের হয়ছি। কিন্তু আমাগের যশোরে যে গরম পড়তেছে, গরমের জন্যি জানডা বের হয়ে যাচ্ছে। রিকশা না নিয়ে বের হলি, বউ ছেলেপেলে যে না খেয়ে থাকবেনে।’
রফিকুল মণ্ডল আরও বলেন, ‘সকালে ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছি। ৯টা পর্যন্ত মোটামুটি ভাড়া টেনেছি, তারপর থেকে আর ভাড়া হয় না। রাস্তায় লোকজনই নেই বললেই চলে।’
এদিকে আজ মঙ্গলবার ১৫ বছর পর যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা ৩টার দিকে বিমানবাহিনীর আবহাওয়া দপ্তর এ তাপমাত্রা রেকর্ড করেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২০০৯ সালে যশোরে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
প্রায় তিন সপ্তাহ ধরেই খুলনা বিভাগের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

রিকশাচালক হাফিজুর রহমান বলেছেন, ‘বেলাডা বাড়ার সঙ্গে সঙ্গে শহরডা ফাঁকা হয়ে যাচ্ছে। কী যে গরম। গরমে মানুষ বের হতে পারতেস না। প্যাটের জ্বালায় বারোইছি, কিন্তুক প্যাছিন্দার পাচ্ছিনে।’
যশোরে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায় লোকজনের উপস্থিতি কমে গেছে। যাত্রী না পেয়ে শহরের বকুলতলায় বসেছিলেন রিকশাচালক হাফিজুর রহমান। সেখানেই এই প্রতিবেদককে কথাগুলো বলেন তিনি।
এ সময় রিকশাচালক হাফিজুর রহমান বলেন, ‘সকালে একটু গরম কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী যে গরম পড়ছে, যেন আগুনের মতন তাপ। এদিক-ওদিক ছুটেও পরানডা ঠান্ডা করতে পারতিছি না। তাই এই বকুলতলাতে বসেছি, শরীরটা ঠান্ডা করার জন্যি।’
শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, দড়াটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে প্রচণ্ড তাপপ্রবাহে প্রায় জনশূন্য দেখা গেছে। মানুষের উপস্থিতি যেমন কম, তেমনি যানবাহনের উপস্থিতিও কম। কিছু ইজিবাইক, রিকশা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।
শহরের সিভিল কোর্ট মোড়ে ইজিবাইক রেখে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক রফিকুল মণ্ডল। তিনি বলেন, ‘সেই সকালে গাড়ি নিয়ে বের হয়ছি। কিন্তু আমাগের যশোরে যে গরম পড়তেছে, গরমের জন্যি জানডা বের হয়ে যাচ্ছে। রিকশা না নিয়ে বের হলি, বউ ছেলেপেলে যে না খেয়ে থাকবেনে।’
রফিকুল মণ্ডল আরও বলেন, ‘সকালে ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছি। ৯টা পর্যন্ত মোটামুটি ভাড়া টেনেছি, তারপর থেকে আর ভাড়া হয় না। রাস্তায় লোকজনই নেই বললেই চলে।’
এদিকে আজ মঙ্গলবার ১৫ বছর পর যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা ৩টার দিকে বিমানবাহিনীর আবহাওয়া দপ্তর এ তাপমাত্রা রেকর্ড করেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২০০৯ সালে যশোরে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
প্রায় তিন সপ্তাহ ধরেই খুলনা বিভাগের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
৩৯ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
৪৩ মিনিট আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে