শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু শনাক্তের ১২ ঘণ্টার মাথায় কৌশিক নন্দী নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। গতকাল রাতে (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষার পর শিশুর ডেঙ্গু শনাক্ত হয়।
সে উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা সমির কুমার নন্দীর পুত্র।
শিশুর বাবা জানান, শুক্রবার রাতে তার শিশু পুত্র কৌশিক নন্দী জ্বরে আক্রান্ত হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে পরীক্ষা–নিরীক্ষার পর তিনি জানান, তার শিশু পুত্র ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শিশুটির অবস্থা খারাপ হলে আজ (রোববার) সকাল ৮টা দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু কৌশিককে গতকাল শনিবার রাত ৮টার দিকে তার কাছে নিয়ে আসলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘শরণখোলায় প্রথম এই শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিন অনেক রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। গত এক সপ্তাহে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’ অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বলে জানান ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু শনাক্তের ১২ ঘণ্টার মাথায় কৌশিক নন্দী নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। গতকাল রাতে (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষার পর শিশুর ডেঙ্গু শনাক্ত হয়।
সে উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা সমির কুমার নন্দীর পুত্র।
শিশুর বাবা জানান, শুক্রবার রাতে তার শিশু পুত্র কৌশিক নন্দী জ্বরে আক্রান্ত হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে পরীক্ষা–নিরীক্ষার পর তিনি জানান, তার শিশু পুত্র ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শিশুটির অবস্থা খারাপ হলে আজ (রোববার) সকাল ৮টা দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু কৌশিককে গতকাল শনিবার রাত ৮টার দিকে তার কাছে নিয়ে আসলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘শরণখোলায় প্রথম এই শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিন অনেক রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। গত এক সপ্তাহে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’ অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বলে জানান ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৭ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে