খুবি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+

ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হলের শিক্ষার্থীরা মালপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশে নিজ নিজ হল ত্যাগ করেন। শেষ দিনে বেশির ভাগ শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি ঘোষণার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতিমধ্যে পাঁচটি হলের বেশির ভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যাঁরা আছেন তাঁরাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, খাজা চত্বরে আগের মতো জমজমাট অবস্থা নেই।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী উজ্জ্বল সরদার বলেন, ‘ঈদ মানেই খুশি ৷ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছি। ঈদের কয়েক দিন পরই ক্যাম্পাসে ফিরব। এই কদিন অবশ্য প্রিয় ক্যাম্পাসকে মিস করব।’
বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘টিউশনের কারণে থেকে গিয়েছিলাম। অবশেষে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। দীর্ঘদিন পর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারব ভেবে আনন্দ লাগছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ঈদের সময় বিদেশি ও বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে নিজ নিজ হলে নিজের ব্যবস্থাপনায় থাকতে পারবেন। এ ছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পর খুবিতে ১৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হবে।+

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে