Ajker Patrika

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। নানা এলাকা থেকে ছুটে আসা মুসল্লিদের ভিড়ে আজ শুক্রবার নামাজের আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ।

নামাজে ইমামতি করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম থেকে আসা মুসল্লি আলী হোসেন বলেন, ‘প্রতিবছর অন্তত একবার ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি। রমজানের প্রথম জুমায় এখানে আসতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে নামাজ পড়লে একধরনের মানসিক প্রশান্তি অনুভব করি, যা অন্য কোথাও পাই না। মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী আর পরিবেশ মন ছুঁয়ে যায়।’

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন জানান, রমজানের প্রথম জুমায় প্রতিবছর মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। আর দুজন স্বনামধন্য হাফেজ দিয়ে খতমে তারাবি পড়ানো হয়। এখানে প্রতিদিন দেড় শ থেকে দুই শ মানুষ ইফতার করেন। কখনো এ সংখ্যা বাড়ে। রমজানে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন। তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত