যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মামলা নথিভুক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল (বুধবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামের মেইন পিলারের ৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ৪৭ মেইন পিলার দিয়ে বাংলাদেশের ভেতরে ধান খেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম, ভারতীয় নির্বাচন কমিশন ও নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
১ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৫ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে