বর্ষার ভরা মৌসুমেও নেই বৃষ্টি। পাট কেটে রাখলেও পানির সংকটে জাগ দিতে পারছেন না কৃষকেরা। অনেক জমির পাট কাটার পর মাঠেই শুকিয়ে যাচ্ছে। পানি সংকটের কারণে একদিকে যেমন খরচ বেড়েছে অন্যদিকে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাট চাষিরা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, বর্ষাতেও খাল-বিল, নদী-নালায় পর্যাপ্ত পানি নেই। পানি সংকটের কারণে এখনো হাজার হাজার বিঘা জমির পাট কাটার পর মাঠেই পড়ে আছে। কিছু চাষিরা গরু বা মহিষের গাড়িতে করে যেসব এলাকায় পানি আছে সেখানে পচানোর জন্য জাগ দিতে নিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনেক কৃষক শ্যালো মেশিন ও মোটরের পানি দিয়ে পাট জাগ দিচ্ছেন। অনেকে অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন।
আরও দেখা গেছে, পুরুষেরা পাট কাটা ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত থাকলেও নারীরা খড়ি থেকে আঁশ আলাদা করার কাজে সহযোগী হিসেবে কাজ করছে।
বিঘা প্রতি জমির পাট কাটতে ও পাটের বোঝা মাথায় করে রাস্তায় ওঠানোর মজুরি নিচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। এদিকে সেচ নির্ভর পাট বোনা থেকে ফসল ঘরে ওঠানো পর্যন্ত ২৫-৩০ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকেরা।
উপজেলার মাঠপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘এবার ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে বিপাকে পড়েছি। আমার জমির অনেক কাটা পাট জমিতেই শুকিয়ে যাচ্ছে।’
উপজেলার হরিহরা গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘এবার ৩ বিঘা জমিতে পাঠ চাষ করেছি। ফলন আশানুরূপ হলেও পাট বীজ বোনা থেকে শুরু করে ঘরে তুলতে যা খরচ হচ্ছে তাতে কষ্টই বৃথা। তারপর আবার বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছি। পানি সংকটের কারণে আমি ১ বিঘা জমির পাট এখনো জাগ দিতে পারিনি।’
শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আনিসউজ্জামান খান বলেন, হিসাব মতে এবার প্রায় ৮ হাজার ৩৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এবার পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে। উপজেলাতে এবার পাট ভালো হয়েছে। তবে এবার ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে