নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে