নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে