মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান।
তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান।
তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৪ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৮ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে