
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান।
তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৭ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে