গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর সাহাদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন সাহাদুল ইসলাম। তিনি উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাওছার আলী। তিনি বলেন, ‘গত বুধবার রাত ৯টার দিকে তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
তিনি আরও বলেন, ‘সাহাদুল ইসলামের পরিবার খুবই অসহায়। অভাব অনটনের সংসারে ছিল তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। আমরা পাড়া মহল্লায় টাকা তুলে ঢাকায় থেকে তাঁর লাশ আনার প্রক্রিয়া চালাচ্ছি।’
তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি তাঁর পরিবারকে সহযোগিতা করা হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আর্থিক সহযোগিতা করা হবে।

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর সাহাদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন সাহাদুল ইসলাম। তিনি উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাওছার আলী। তিনি বলেন, ‘গত বুধবার রাত ৯টার দিকে তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
তিনি আরও বলেন, ‘সাহাদুল ইসলামের পরিবার খুবই অসহায়। অভাব অনটনের সংসারে ছিল তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। আমরা পাড়া মহল্লায় টাকা তুলে ঢাকায় থেকে তাঁর লাশ আনার প্রক্রিয়া চালাচ্ছি।’
তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি তাঁর পরিবারকে সহযোগিতা করা হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আর্থিক সহযোগিতা করা হবে।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে