কুষ্টিয়া প্রতিনিধি

‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না’, এমন মন্তব্য করেছেন ১৪ দলের শরিক দল জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালেরা নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং, খন্দকার মোশতাকের ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না।’
সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি, জামায়াতসহ কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে, তাতে দেশের অর্থনীতি, মানুষের জানমাল ও দেশের শান্তি নষ্ট হচ্ছে।’
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে হইচইয়ের আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদলবদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও ১/১১ ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটা তাঁবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। কোনো অজুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।’
এ সময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, যুবজোট নেতা মীর রিসানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না’, এমন মন্তব্য করেছেন ১৪ দলের শরিক দল জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালেরা নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং, খন্দকার মোশতাকের ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না।’
সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি, জামায়াতসহ কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে, তাতে দেশের অর্থনীতি, মানুষের জানমাল ও দেশের শান্তি নষ্ট হচ্ছে।’
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে হইচইয়ের আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদলবদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও ১/১১ ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটা তাঁবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। কোনো অজুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।’
এ সময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, যুবজোট নেতা মীর রিসানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১২ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৮ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে