অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে মো. আব্দুল হাকিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই জমিতে গর্ত করে মাছ ছেড়ে দেওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া মাছ নিধনের অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের নামে মামলা করেছেন হাকিম। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাপাশাহাটি গ্রামের শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের শিক্ষকেরা ও এলাকার লোকজন জানান, বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশের সরকারি জমি দখল করে গর্ত করে রেখেছেন কাপাশহাটি গ্রামের মো. আব্দুল হাকিম। এতে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এ কারণে গত বছরের ২৯ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য চলতি বছরের শুরুর দিকে সহকারী কমিশনারকে (ভূমি) অভিযোগ দেন হাকিমের বিরুদ্ধে।
অভিযোগ থেকে জানা গেছে, শিক্ষার্থীরা যাতে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় না পড়ে এই জন্য বিদ্যালয়ে ২০১৬ সালে সীমানা প্রাচীর তৈরি করা হয়। বিদ্যালয়ের প্রধান ফটকের জায়গা সড়ক ও জনপথ বিভাগের, যা হাকিম গর্ত করে দখল করে রেখেছেন। এ ছাড়া বর্ষা মৌসুমে হাকিম ছোট ছোট গর্তে দুই হাজার টাকার পোনা মাছ ছেড়ে, মাছ মারা যাওয়ার নাটক করছেন। তিনি বিপদে পড়বেন জেনে ৮০ হাজার টাকার মাছ মরে যাওয়ার ঘটনা এনে আদালতে বিদ্যালয় কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, সভাপতি আবু তাহের চৌধুরী, জমিদাতা মৃত সাজেদুর রহমান, সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে।
এ বিষয়ে অভিভাবক খলিল চৌধুরী, আব্দুল বাতেন, শাহিন ভুঁইয়া ও আব্দুল্লা আল মামুন বলেন, ‘১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এর সামনের মহাসড়কের সরকারি জায়গা আব্দুল হাকিম দখল গর্ত করে রেখেছেন। বাচ্চাদের যাওয়ার জায়গা নেই। খাস জমিটি বিদ্যালয় ভোগদখল করলে শিক্ষার্থীদের যাতায়াতে আর সমস্যা থাকবে না।’
পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ‘বিদ্যালয়ের সামনে যাতায়াতের পথে আসা যাওয়ায় আমরা পড়ে গিয়ে আহত হই। জায়গাটা দখলমুক্ত করা হোক।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়া রানী দাস বলেন, ‘মহাসড়কের জায়গায় গর্ত করে দখল করে রেখেছেন হাকিম। তিনি কোমলমতি শিক্ষার্থীদের কথা ভাবেন না। বিদ্যালয়ের ফটকে জরাজীর্ণ অবস্থা। আমরাসহ ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সমস্যা হয়।’
প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, ‘বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করতে এলে গাড়ি ঢুকতেও পারে না। ভ্যান, সাইকেল নিয়ে যাওয়া-আসা করা যায় না। বাচ্চারা দুর্ঘটনায় পড়ে। আমরা কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
বিদ্যালয়ের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘আব্দুল হাকিম ছোট গর্তে ২ হাজার টাকার পোনা মাছ ছেড়ে নাটক সাজানোর বাহানা করছেন। তিনি বিপদে পড়বেন জেনে ৮০ হাজার টাকার মাছ মরে যাওয়ার ঘটনা এনে আদালতে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।’
অভিযোগের বিষয়ে মো. আব্দুল হাকিম বলেন, ‘আমার বাড়ির পাশে বিদ্যালয়ের সামনে মহাসড়কের জায়গা আমি ভোগদখল করে আসছি। এটা খাস জমি না। মহাসড়কের জমি যার পাশে থাকবে সে দখল করবে। আমি আদালতে মামলা করেছি। আমার মাছ মরে গেছে। তাঁদের কারণে কয়েকজন ছাই ফেলে দিয়ে গর্ত ভরাট করে। যে কারণে বিষাক্ত গ্যাসে মাছ মরে যায়। আমি এই বিষয়টির মীমাংসা করতে চাই। বিদ্যালয়ের সামনের অংশ আমি ছেড়ে দেব।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আমি কয়েক দিন আগে যোগ দিয়েছি। বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিদ্যালয় পরিদর্শনে যাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে মীমাংসার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে মো. আব্দুল হাকিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই জমিতে গর্ত করে মাছ ছেড়ে দেওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া মাছ নিধনের অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের নামে মামলা করেছেন হাকিম। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাপাশাহাটি গ্রামের শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের শিক্ষকেরা ও এলাকার লোকজন জানান, বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশের সরকারি জমি দখল করে গর্ত করে রেখেছেন কাপাশহাটি গ্রামের মো. আব্দুল হাকিম। এতে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এ কারণে গত বছরের ২৯ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য চলতি বছরের শুরুর দিকে সহকারী কমিশনারকে (ভূমি) অভিযোগ দেন হাকিমের বিরুদ্ধে।
অভিযোগ থেকে জানা গেছে, শিক্ষার্থীরা যাতে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় না পড়ে এই জন্য বিদ্যালয়ে ২০১৬ সালে সীমানা প্রাচীর তৈরি করা হয়। বিদ্যালয়ের প্রধান ফটকের জায়গা সড়ক ও জনপথ বিভাগের, যা হাকিম গর্ত করে দখল করে রেখেছেন। এ ছাড়া বর্ষা মৌসুমে হাকিম ছোট ছোট গর্তে দুই হাজার টাকার পোনা মাছ ছেড়ে, মাছ মারা যাওয়ার নাটক করছেন। তিনি বিপদে পড়বেন জেনে ৮০ হাজার টাকার মাছ মরে যাওয়ার ঘটনা এনে আদালতে বিদ্যালয় কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, সভাপতি আবু তাহের চৌধুরী, জমিদাতা মৃত সাজেদুর রহমান, সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে।
এ বিষয়ে অভিভাবক খলিল চৌধুরী, আব্দুল বাতেন, শাহিন ভুঁইয়া ও আব্দুল্লা আল মামুন বলেন, ‘১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এর সামনের মহাসড়কের সরকারি জায়গা আব্দুল হাকিম দখল গর্ত করে রেখেছেন। বাচ্চাদের যাওয়ার জায়গা নেই। খাস জমিটি বিদ্যালয় ভোগদখল করলে শিক্ষার্থীদের যাতায়াতে আর সমস্যা থাকবে না।’
পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ‘বিদ্যালয়ের সামনে যাতায়াতের পথে আসা যাওয়ায় আমরা পড়ে গিয়ে আহত হই। জায়গাটা দখলমুক্ত করা হোক।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়া রানী দাস বলেন, ‘মহাসড়কের জায়গায় গর্ত করে দখল করে রেখেছেন হাকিম। তিনি কোমলমতি শিক্ষার্থীদের কথা ভাবেন না। বিদ্যালয়ের ফটকে জরাজীর্ণ অবস্থা। আমরাসহ ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সমস্যা হয়।’
প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, ‘বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করতে এলে গাড়ি ঢুকতেও পারে না। ভ্যান, সাইকেল নিয়ে যাওয়া-আসা করা যায় না। বাচ্চারা দুর্ঘটনায় পড়ে। আমরা কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
বিদ্যালয়ের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘আব্দুল হাকিম ছোট গর্তে ২ হাজার টাকার পোনা মাছ ছেড়ে নাটক সাজানোর বাহানা করছেন। তিনি বিপদে পড়বেন জেনে ৮০ হাজার টাকার মাছ মরে যাওয়ার ঘটনা এনে আদালতে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।’
অভিযোগের বিষয়ে মো. আব্দুল হাকিম বলেন, ‘আমার বাড়ির পাশে বিদ্যালয়ের সামনে মহাসড়কের জায়গা আমি ভোগদখল করে আসছি। এটা খাস জমি না। মহাসড়কের জমি যার পাশে থাকবে সে দখল করবে। আমি আদালতে মামলা করেছি। আমার মাছ মরে গেছে। তাঁদের কারণে কয়েকজন ছাই ফেলে দিয়ে গর্ত ভরাট করে। যে কারণে বিষাক্ত গ্যাসে মাছ মরে যায়। আমি এই বিষয়টির মীমাংসা করতে চাই। বিদ্যালয়ের সামনের অংশ আমি ছেড়ে দেব।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আমি কয়েক দিন আগে যোগ দিয়েছি। বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিদ্যালয় পরিদর্শনে যাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে মীমাংসার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে