যশোর প্রতিনিধি

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল মুন্সী (৪২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াত কর্মী ছিলেন। সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনেরা দাবি, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচন হন সজল। কমিটি গঠন করা নিয়ে তাঁর বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে তাদের ধারণা। মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনেরা জানান, সার গোডাউনের সামনে সজলের স্যানিটারি দোকান রয়েছে। আজ মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
গাজির বাজারে ব্যবসায়ী ও নিহতের ভাগনে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিল। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
প্রসঙ্গত, আমিনুল ইসলাম সজলসহ এক মাসে যশোরে নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল মুন্সী (৪২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজারে এই ঘটনাটি ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াত কর্মী ছিলেন। সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্বজনেরা দাবি, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচন হন সজল। কমিটি গঠন করা নিয়ে তাঁর বিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে তাদের ধারণা। মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনেরা জানান, সার গোডাউনের সামনে সজলের স্যানিটারি দোকান রয়েছে। আজ মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
গাজির বাজারে ব্যবসায়ী ও নিহতের ভাগনে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিল। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
প্রসঙ্গত, আমিনুল ইসলাম সজলসহ এক মাসে যশোরে নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৩ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে