শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামে ৬০ বছর ধরে চলাচলের রাস্তার ওপর ছোট ঘর তুলেছেন শুকুর মোল্লা নামে এক ব্যক্তি। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। ওই রাস্তা দিয়ে অন্তত ১ হাজার একর জমির ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এলাকাবাসী।
জানা যায়, রায়জাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মাঠ পর্যন্ত একটি রাস্তা ৬০-৭০ বছর আগে স্থানীয়দের চলাচল ও মাঠ থেকে ফসল ওঠানোর জন্য তৈরি করা হয়েছিল। সম্প্রতি গ্রামের মৃত আজিবর মোল্লার ছেলে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলেছেন। এ কারণে ওই রাস্তা দিয়ে চলাচল করা অন্তত ১০টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে মাঠের প্রায় ১ হাজার একর জমির উঠতি ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কৃষকেরা।
অবরুদ্ধ শিক্ষক এনামুল, হাসেম মোল্লা, ইসমাইল মোল্লা, ইকরামুল মোল্লাসহ অনেকেই বলেন, ‘প্রায় ৬০-৭০ বছর আগে থেকে এ রাস্তা দিয়ে আমরা চলাচল করি। একই সঙ্গে সারা গ্রামের লোক এই রাস্তা দিয়ে মাঠের ফসল ঘরে তোলেন। হঠাৎ করে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলে এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন।’
শিক্ষকেরা আরও বলেন, ‘রাস্তার ওপর থেকে ঘর সরাতে বললে শুকুর মোল্লা আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। তাই রাস্তার ওপর থেকে ওই ঘর অপসারণ করে চলাচলের পথ অবমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযুক্ত শুকুর মোল্লা বলেন, ‘জমিটা আমার ব্যক্তি মালিকানাধীন। এটি সরকারি কোনো রাস্তা নয়। আগে আমরা মানুষের চলাচলের জন্য রাস্তাটি দিয়েছিলাম। এখন আমার দুই ছেলে বাড়ি করবে। রাস্তার জন্য জমি দিলে দুই ছেলের বাড়ি করা যাচ্ছে না। তাই এখন আমি রাস্তার জন্য জমি দিতে পারছি না।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা হয়নি।’

মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামে ৬০ বছর ধরে চলাচলের রাস্তার ওপর ছোট ঘর তুলেছেন শুকুর মোল্লা নামে এক ব্যক্তি। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। ওই রাস্তা দিয়ে অন্তত ১ হাজার একর জমির ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এলাকাবাসী।
জানা যায়, রায়জাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মাঠ পর্যন্ত একটি রাস্তা ৬০-৭০ বছর আগে স্থানীয়দের চলাচল ও মাঠ থেকে ফসল ওঠানোর জন্য তৈরি করা হয়েছিল। সম্প্রতি গ্রামের মৃত আজিবর মোল্লার ছেলে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলেছেন। এ কারণে ওই রাস্তা দিয়ে চলাচল করা অন্তত ১০টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে মাঠের প্রায় ১ হাজার একর জমির উঠতি ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কৃষকেরা।
অবরুদ্ধ শিক্ষক এনামুল, হাসেম মোল্লা, ইসমাইল মোল্লা, ইকরামুল মোল্লাসহ অনেকেই বলেন, ‘প্রায় ৬০-৭০ বছর আগে থেকে এ রাস্তা দিয়ে আমরা চলাচল করি। একই সঙ্গে সারা গ্রামের লোক এই রাস্তা দিয়ে মাঠের ফসল ঘরে তোলেন। হঠাৎ করে শুকুর মোল্লা রাস্তার ওপর একটি ছোট ঘর তুলে এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন।’
শিক্ষকেরা আরও বলেন, ‘রাস্তার ওপর থেকে ঘর সরাতে বললে শুকুর মোল্লা আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। তাই রাস্তার ওপর থেকে ওই ঘর অপসারণ করে চলাচলের পথ অবমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযুক্ত শুকুর মোল্লা বলেন, ‘জমিটা আমার ব্যক্তি মালিকানাধীন। এটি সরকারি কোনো রাস্তা নয়। আগে আমরা মানুষের চলাচলের জন্য রাস্তাটি দিয়েছিলাম। এখন আমার দুই ছেলে বাড়ি করবে। রাস্তার জন্য জমি দিলে দুই ছেলের বাড়ি করা যাচ্ছে না। তাই এখন আমি রাস্তার জন্য জমি দিতে পারছি না।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা হয়নি।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২৫ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে