
মেহেরপুরের গাংনীতে কুয়াশার তীব্রতা থাকায় সড়কে আলো জ্বেলে যানবাহনগুলোকে পথ চলতে হচ্ছে। তাতে একদিকে গাড়ি চলছে ধীরগতিতে, তেমনি দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।
অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় রাস্তা ঢেকে ছিল। তারপরও পেটের তাগিদে বের হতে হয়। ধীরে ধীরে গাড়ি চলে, তবু ভয় লাগে। রাস্তায় যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। তবু কুয়াশা ভেদ করে দেখা কষ্টকর হয়।
আলগামন চালক মো. রাজ্জাক আলী বলেন, ‘আমরা ভাড়ায় ইটের ভাটায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’
পাখি ভ্যানচালক মো. শামীম হোসেন বলেন, ‘কুয়াশায় ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সামনের ছোট লাইটে পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। দুর্ঘটনার কথা মনে পড়লে ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায়, গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’
উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, ‘আগেও কয়েক দিন হালকা কুয়াশা দেখেছি। তবে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভয় হয় রাস্তায় দুর্ঘটনা ঘটার। তাই সবাইকে যানবাহন নিয়ে সাবধানে চলাচল করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শীত আসছে। তারই অংশ হিসেবে ভোরে কুয়াশার দেখা মিলছে। বিশেষ করে গ্রাম এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে। তবে এই কুয়াশায় ফসলের কোনো ক্ষতি হবে না।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে