গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে মো. সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধ সাহাদুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. সুমাইয়া শারমিন। তিনি জানান, আগুনে পুড়ে সাহাদুল ইসলামের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তীব্র শীতের কারণে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হন। এ সময় অসাবধানবশত তাঁর শরীরের কাপড়ে আগুন ধরে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কাওছার আলী বলেন, ‘তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে আহত হন সাহাদুল ইসলাম। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি খুবই অসহায়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আমার পক্ষ থেকে যতটুকু পারি তাঁকে সহযোগিতা করব।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে, এটা শুনে খুবই কষ্ট লাগছে। তাঁর পরিবারের কেউ এলে তাঁকে সহযোগিতা করা হবে।’

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে মো. সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধ সাহাদুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. সুমাইয়া শারমিন। তিনি জানান, আগুনে পুড়ে সাহাদুল ইসলামের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তীব্র শীতের কারণে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হন। এ সময় অসাবধানবশত তাঁর শরীরের কাপড়ে আগুন ধরে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কাওছার আলী বলেন, ‘তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে আহত হন সাহাদুল ইসলাম। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি খুবই অসহায়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আমার পক্ষ থেকে যতটুকু পারি তাঁকে সহযোগিতা করব।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে, এটা শুনে খুবই কষ্ট লাগছে। তাঁর পরিবারের কেউ এলে তাঁকে সহযোগিতা করা হবে।’

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৪ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে