
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সদর উপজেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা পানচাষি এনামুল হক (৫০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন পানচাষি আহত হয়েছেন।
নিহত এনামুল হক ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত আজব আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে পান নিয়ে কুষ্টিয়ার উজানগ্রামে যাচ্ছিলেন চার পানচাষি। পথে কুষ্টিয়ার ভাটাপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পানচাষি এনামুল হক নিহত হন। এ সময় নছিমনে থাকা আরও তিনজন আহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে