আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ

ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল হয়েছেন কৃষকেরা। ইতিমধ্যে পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে। উচ্চমূল্যের বাজারে পেঁয়াজ সংগ্রহ শুরু করায় খুশি কৃষকেরা। এ পেঁয়াজ বাজারে এলে দামে কিছুটা হলেও প্রভাব পড়বে। গ্রীষ্মকালীন এ পেঁয়াজ চাষ বৃদ্ধি পেলে চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে কৃষকেরা লাভবান হবে বলে মনে করছেন কৃষিসংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকেরা।
জেলায় চাষ হওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে। এসব পেঁয়াজ কৃষকের মাঠ থেকে বিক্রয় করা হচ্ছে বলেও জানালেন কৃষি কর্মকর্তারা।
চলতি গ্রীষ্ম মৌসুমে জেলায় প্রণোদনার আওতায় সাড়ে তিন হাজার বিঘা জমিতে গ্রীষ্মকালীন এ পেঁয়াজের চাষ হয়। এর মধ্যে দুই হাজার বিঘা জমির পেঁয়াজ উঠতে শুরু করেছে। বাকি দেড় হাজার বিঘা জমির পেঁয়াজ ২০ থেকে ৩০ দিন পরেই সংগ্রহ শুরু হবে। চলতি মৌসুমে এক বিঘা জমিতে গড় ৪৫ থেকে ৫০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তারা।
কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী গ্রামের কৃষক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি মৌসুমে এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন এন-৫৩ পেঁয়াজ চাষ করেছিলাম। গত দুই দিনে ১৫ শতক জমি থেকে প্রায় ৩৫ মণ পেঁয়াজ বিক্রি করেছি।’
উপজেলা কৃষি অফিসার মো. মাহবুব আলম রনি বলেন, ‘চলতি মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৩০০ বিঘা জমিতে এ পেঁয়াজ চাষ করা হয়েছে। কিছু কিছু কৃষক পেঁয়াজ সংগ্রহ শুরু করেছেন। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজের ফলন হয়েছে। কিছু জমিতে কম আবার কিছু জমিতে বেশি ফলন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কৃষকেরা যেন সারা বছরই পেঁয়াজের চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, এ জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ শুরু করা হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বৃদ্ধি করা গেলে বাজার অস্থিতিশীল হওয়ার আর সুযোগ থাকবে না।’
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজের অতিরিক্ত চাহিদা পূরণ করতেই গ্রীষ্মকালীন চাষ শুরু করেছে। আমরা চলতি গ্রীষ্ম মৌসুমে দুই ধাপে ৩ হাজার ৫০০ কৃষককে পেঁয়াজের বীজ প্রদান করেছিলাম। যে পেঁয়াজ এখন ওঠা শুরু করেছে। এতে কিছুটা হলে মানুষের চাহিদা পূরণে সহযোগিতা করবে বলে মনে করি।’

ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল হয়েছেন কৃষকেরা। ইতিমধ্যে পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে। উচ্চমূল্যের বাজারে পেঁয়াজ সংগ্রহ শুরু করায় খুশি কৃষকেরা। এ পেঁয়াজ বাজারে এলে দামে কিছুটা হলেও প্রভাব পড়বে। গ্রীষ্মকালীন এ পেঁয়াজ চাষ বৃদ্ধি পেলে চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে কৃষকেরা লাভবান হবে বলে মনে করছেন কৃষিসংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকেরা।
জেলায় চাষ হওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে। এসব পেঁয়াজ কৃষকের মাঠ থেকে বিক্রয় করা হচ্ছে বলেও জানালেন কৃষি কর্মকর্তারা।
চলতি গ্রীষ্ম মৌসুমে জেলায় প্রণোদনার আওতায় সাড়ে তিন হাজার বিঘা জমিতে গ্রীষ্মকালীন এ পেঁয়াজের চাষ হয়। এর মধ্যে দুই হাজার বিঘা জমির পেঁয়াজ উঠতে শুরু করেছে। বাকি দেড় হাজার বিঘা জমির পেঁয়াজ ২০ থেকে ৩০ দিন পরেই সংগ্রহ শুরু হবে। চলতি মৌসুমে এক বিঘা জমিতে গড় ৪৫ থেকে ৫০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তারা।
কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী গ্রামের কৃষক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি মৌসুমে এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন এন-৫৩ পেঁয়াজ চাষ করেছিলাম। গত দুই দিনে ১৫ শতক জমি থেকে প্রায় ৩৫ মণ পেঁয়াজ বিক্রি করেছি।’
উপজেলা কৃষি অফিসার মো. মাহবুব আলম রনি বলেন, ‘চলতি মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৩০০ বিঘা জমিতে এ পেঁয়াজ চাষ করা হয়েছে। কিছু কিছু কৃষক পেঁয়াজ সংগ্রহ শুরু করেছেন। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজের ফলন হয়েছে। কিছু জমিতে কম আবার কিছু জমিতে বেশি ফলন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কৃষকেরা যেন সারা বছরই পেঁয়াজের চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, এ জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ শুরু করা হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বৃদ্ধি করা গেলে বাজার অস্থিতিশীল হওয়ার আর সুযোগ থাকবে না।’
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজের অতিরিক্ত চাহিদা পূরণ করতেই গ্রীষ্মকালীন চাষ শুরু করেছে। আমরা চলতি গ্রীষ্ম মৌসুমে দুই ধাপে ৩ হাজার ৫০০ কৃষককে পেঁয়াজের বীজ প্রদান করেছিলাম। যে পেঁয়াজ এখন ওঠা শুরু করেছে। এতে কিছুটা হলে মানুষের চাহিদা পূরণে সহযোগিতা করবে বলে মনে করি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
১০ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১৩ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
৪০ মিনিট আগে