খুলনা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে