খুলনা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে