Ajker Patrika

তিন দিন পর নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভেনি সুন্দরবনের আগুন

বাগেরহাট প্রতিনিধি
তিন দিন পর নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভেনি সুন্দরবনের আগুন

তিন পরে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন। তবে এখনো পুরোপুরি নেভেনি। আরও দু’তিন দিন পর্যবেক্ষণ করা হবে। আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম আমরবুনিয়া এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান। 

ব্রিফিংয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে জেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, বিমানবাহিনী একযোগে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই দিনের চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এটা শুধু সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে। এখন প্রশ্ন থাকে নির্বাপণের, আসলে সুন্দরবনের আগুন নির্বাপণ অনেক কঠিন ব্যাপার। এর জন্য কয়েক দিন সময় লাগতে পারে। আমরা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি। আগামী দু–তিন দিন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পর্যবেক্ষণে থাকবেন। 

এটি সাধারণ কোনো আগুন ছিল না উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম আরও বলেন, বনের এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার ক্যানাল পদ্ধতি, বুশ ফায়ার টার্মিং পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতিসহ নানা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে আমরা প্রায় দুই কিলোমিটার জুড়ে ফায়ার ক্যানাল তৈরি করেছি। 

এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বনের মধ্যে ধোঁয়া দেখা গেছে। বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলী খুঁজছেন। কোথাও ধোঁয়া দেখলে বন বিভাগের কর্মীরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন। 

স্থানীয় স্বেচ্ছাসেবক কবির মৃধা বলেন, ‘আসলে এখনো আগুন নেভেনি। আমরা বন বিভাগের সঙ্গে বনের মধ্যে ঘুরছি। যেখানে ধোয়া উড়ছে, সেখানে পানি দেওয়া হচ্ছে।’ 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘আমরা এখনই বন ছাড়ছি না। আরও দুই থেকে তিন দিন আমরা বনের মধ্যে পর্যবেক্ষণ করব। এরপরে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ হয়েছে ঘোষণা করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ড্রোন দিয়েও পরীক্ষা করে দেখেছি। দুপুরের দিকে দু–একবার ধোঁয়া উড়তে দেখে সঙ্গে সঙ্গে স্থান শনাক্ত করে পানি ছিটানো হয়েছে। দুপুরের পর থেকে কোথাও আগুন দেখছি না। আপনারা জানেন আগুনটা গ্রাউন্ড ফায়ার, তুষের মতো নিচে থেকে যায়।’ 

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামআগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে এ বন কর্মকর্তা বলেন, ‘যে এলাকায় আগুন লেগেছে সেখানে বেশির ভাগ বলা গাছ। বলা গাছ হচ্ছে এক ধরনের জ্বালানি। আর কিছু সুন্দরী গাছ এখানে আছে। আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, আমরা পরবর্তীতে জানতে পারব ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে। এখনো আমরা পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।’ 

গত শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। এরপর বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু ততক্ষণে সন্ধ্যা নেমে যাওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়নি। পরদিন রোববার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আজ সোমবার সকাল থেকে বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত