খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা। আগামী শনি ও রোববার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।
মেলার আয়োজক কমিটির সদস্যসচিব মাহামুদুল হাসান মিল্লাতের দেওয়া তথ্যমতে, এ মেলায় অংশ নিতে যাচ্ছে দেশের ৩৩টি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, ব্র্যাক ব্যাংক, শেলটেকসহ শীর্ষস্থানীয় অনেক কোম্পানি থাকছে। এ ছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এতে অংশ নেবে।
মেলার আয়োজক কমিটির সদস্য মিল্লাত বলেন, ‘প্রথমবারের মতো কুআ জব ফেয়ার-২০২৫ আয়োজন করতে যাচ্ছি। এতে শিক্ষার্থীরা সিভি ড্রপের সুযোগের পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিতে পারবেন। অনেক প্রতিষ্ঠান এখান থেকেই নিয়োগ দেবে।’
জানা গেছে, মেলায় খুবির গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। আয়োজিত এ মেলায় সাতটি ক্যারিয়ার-সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশন থাকবে। এতে দেশের সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীরা বলছেন, চাকরি মেলা তাঁদের জন্য এক বিরল সুযোগ। তাঁরা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাবেন। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান হাবিব শিমুল বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সদ্য পাসকৃত শিক্ষার্থীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো ‘কুয়া জব ফেয়ার ২০২৫’ আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানিগুলোর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য ক্যারিয়ার-বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা। আগামী শনি ও রোববার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।
মেলার আয়োজক কমিটির সদস্যসচিব মাহামুদুল হাসান মিল্লাতের দেওয়া তথ্যমতে, এ মেলায় অংশ নিতে যাচ্ছে দেশের ৩৩টি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, ব্র্যাক ব্যাংক, শেলটেকসহ শীর্ষস্থানীয় অনেক কোম্পানি থাকছে। এ ছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এতে অংশ নেবে।
মেলার আয়োজক কমিটির সদস্য মিল্লাত বলেন, ‘প্রথমবারের মতো কুআ জব ফেয়ার-২০২৫ আয়োজন করতে যাচ্ছি। এতে শিক্ষার্থীরা সিভি ড্রপের সুযোগের পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিতে পারবেন। অনেক প্রতিষ্ঠান এখান থেকেই নিয়োগ দেবে।’
জানা গেছে, মেলায় খুবির গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। আয়োজিত এ মেলায় সাতটি ক্যারিয়ার-সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশন থাকবে। এতে দেশের সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীরা বলছেন, চাকরি মেলা তাঁদের জন্য এক বিরল সুযোগ। তাঁরা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাবেন। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান হাবিব শিমুল বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সদ্য পাসকৃত শিক্ষার্থীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো ‘কুয়া জব ফেয়ার ২০২৫’ আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানিগুলোর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য ক্যারিয়ার-বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩২ মিনিট আগে