বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের একটি প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বুধবার রাত ২টার পরে উপজেলার শুকদারা এলাকার এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
কারখানাটিতে কাঠ, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন ও শার্টারিং বোর্ড তৈরি করা হতো।
কারখানার সূত্র বলছে, রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। এরপর শ্রমিকেরা ফ্যাক্টরি বন্ধ করেন। রাত ২টার পর হঠাৎ আগুন লেগে যায়। এতে কারখানার বিভিন্ন যন্ত্র ছাড়াও বেশ কিছু প্রোডাক্ট পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে হাসান নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল সোয়া ৬টা পর্যন্ত সেখানে ধোঁয়া ছিল।
উডটেক প্লাইউড ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সুমন বলেন, ‘বেশির ভাগ মেশিনই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আমাদের তৈরি কিছু বোর্ডও পুড়ে গেছে। পুড়ে যাওয়া মেশিনারির মূল্য ২৫-৩০ কোটি টাকা। কাঁচামাল ও প্রোডাক্টের ক্ষতি হিসাব না করে বলা যাবে না।’
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ডাউনের (ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণ) কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের একটি প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বুধবার রাত ২টার পরে উপজেলার শুকদারা এলাকার এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
কারখানাটিতে কাঠ, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন ও শার্টারিং বোর্ড তৈরি করা হতো।
কারখানার সূত্র বলছে, রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। এরপর শ্রমিকেরা ফ্যাক্টরি বন্ধ করেন। রাত ২টার পর হঠাৎ আগুন লেগে যায়। এতে কারখানার বিভিন্ন যন্ত্র ছাড়াও বেশ কিছু প্রোডাক্ট পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে হাসান নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল সোয়া ৬টা পর্যন্ত সেখানে ধোঁয়া ছিল।
উডটেক প্লাইউড ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সুমন বলেন, ‘বেশির ভাগ মেশিনই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আমাদের তৈরি কিছু বোর্ডও পুড়ে গেছে। পুড়ে যাওয়া মেশিনারির মূল্য ২৫-৩০ কোটি টাকা। কাঁচামাল ও প্রোডাক্টের ক্ষতি হিসাব না করে বলা যাবে না।’
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ডাউনের (ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণ) কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে