Ajker Patrika

চুয়াডাঙ্গায় ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আব্দুল মজিদের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। এ সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগীতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।

নিহতের বোনের মেয়ে ও প্রত্যক্ষদর্শী সাজিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮ মাস আগে চোখের অপারেশন করিয়েছিলেন আমার খালা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আমি রাস্তার অন্যদিকেই ছিলাম। খালা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের কোনো অভিযোগ নাই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি বলেন, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সেলিমের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। সেলিম স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যান। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত