চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। এ সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগীতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।
নিহতের বোনের মেয়ে ও প্রত্যক্ষদর্শী সাজিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮ মাস আগে চোখের অপারেশন করিয়েছিলেন আমার খালা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আমি রাস্তার অন্যদিকেই ছিলাম। খালা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের কোনো অভিযোগ নাই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি বলেন, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সেলিমের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। সেলিম স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যান। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৩ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগে