
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। আজ সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহকারী তিন নেতা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাব।
অন্যদিকে আজ (সোমবার) নৌকার মনোনীত প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিএনপির হয়েও মনোনয়ন সংগ্রহ করেছেন আবু নসর মোহাম্মদ মোস্তফা।
এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রার্থীরা নিজেই ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ। ইউএনও জাকির হোসেন কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম বিতরণের কাজে নিয়োজিত ছিলেন।
আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আমাদের দপ্তর থেকে নৌকার প্রার্থীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ১৩ জন নৌকার টিকিট চেয়েছিলেন। তাঁদের মধ্যে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় অনেকে স্বতন্ত্র নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। আজ সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহকারী তিন নেতা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাব।
অন্যদিকে আজ (সোমবার) নৌকার মনোনীত প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিএনপির হয়েও মনোনয়ন সংগ্রহ করেছেন আবু নসর মোহাম্মদ মোস্তফা।
এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রার্থীরা নিজেই ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ। ইউএনও জাকির হোসেন কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম বিতরণের কাজে নিয়োজিত ছিলেন।
আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আমাদের দপ্তর থেকে নৌকার প্রার্থীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ১৩ জন নৌকার টিকিট চেয়েছিলেন। তাঁদের মধ্যে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় অনেকে স্বতন্ত্র নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছেন।

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৮ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগে