Ajker Patrika

অনিয়মের অভিযোগ ওঠা মনিরামপুর নিপোর্টের কর্মকর্তা তুহিনকে বদলি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নিপোর্টের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। ফাইল ছবি
নিপোর্টের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। ফাইল ছবি

নিপোর্ট যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছে।

তুহিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি আজকের পত্রিকার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। পরে তিনি দুই মাসের প্রশিক্ষণ শেষে কর্মস্থলে ফিরলে বিষয়টি নিয়ে তদন্তে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে নিপোর্টের (জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট) একজন উপপরিচালক মনিরামপুরে আসেন। তদন্তের পর তুহিনকে সাতক্ষীরার তালা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

১৩ মে মঙ্গলবার নিপোর্টের উপপরিচালক ফয়সাল হক স্বাক্ষরিত এক পত্রে বদলির আদেশ দেওয়া হয়। একই চিঠিতে মেহেরপুরের গাংনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) ফ্লোরা হায়দার রিয়াকে মনিরামপুরে প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ। ছবি: আজকের পত্রিকা
প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ। ছবি: আজকের পত্রিকা

নিপোর্টের পরিচালক (প্রশাসন) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংবাদ প্রকাশের পরপরই দুই মাসের প্রশিক্ষণে যান তুহিন হোসেন। প্রশিক্ষণ শেষে তিনি ফিরে আসার পর এপ্রিলে আমাদের একজন উপপরিচালক সরেজমিনে ঘটনা তদন্ত করেছেন। এরপর পরিচালকের নির্দেশে তুহিন হোসেনকে বদলি করা হয়েছে।’

জানতে চাইলে তুহিন বলেন, ‘বদলির চিঠি পেয়েছি। আগামী শনিবার ফ্লোরা হায়দারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তালায় যোগদান করব।’

প্রসঙ্গত, নিপোর্টের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তুহিনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ক্লাসে প্রশিক্ষক চিকিৎসকদের ভুয়া হাজিরা দেখিয়ে বিল ভাউচার করে অর্থ হাতানোর অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া নাশতার ব্যয়, কেন্দ্রের কক্ষ ও কোয়ার্টার ভাড়া থেকে টাকা হাতানো, অফিস ফাঁকিসহ নামমাত্র মাঠ প্রশিক্ষণ আয়োজনের অভিযোগ ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত