চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সামিনা আক্তার নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সামিনা আক্তার বলদিয়া গ্রামের মাঠপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে।
হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাবা শাহাবুদ্দিনের সঙ্গে বাড়ির পাশের রাস্তা পার হয়ে মুদি দোকানে যায়। দোকান থেকে ফেরার সময় সামিনা বাবার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হয়। এ সময় আবার রাস্তা পেরিয়ে বাবার কাছে ফিরে আসতে গেলে দ্রুতগতির একটি ট্রাক সামিনাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই শিশু সামিনার মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক ফজলুর রহমান আরও বলেন, ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩০ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে