শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাগরে নিম্নচাপের কারণে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আজ রোববার সকাল থেকে উপকূলবর্তী বিভিন্ন অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি সমগ্র এলাকায় গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। এদিকে উপকূল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে শ্যামনগরের বুড়িগোয়ালীনি, কৈখালী ও গাবুরা এলাকা ঘুরে দেখা যায়, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ভর করেছে। উপকূল রক্ষা বাঁধের দুরবস্থা নিয়ে উদ্বেগে এলাকাবাসী। দুর্যোগকালীন জানমাল রক্ষায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকে।
স্থানীয়দের মতে, রোববার নদীতে জোয়ারের পানি বেড়েছে। তবে বাতাস বয়ে না যাওয়ায় ভয়ে রয়েছেন তাঁরা। জানান, জোয়ারের চাপ ও ঝড় একসঙ্গে হলে ঝড়ের গতিবেগ দুর্বল হয়।
চকবারা গ্রামের সবুজ হোসেন বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ‘সিগন্যাল’ বেশি হলে পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি।’
ঝুঁকিপূর্ণ বাঁধ আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা নীলকান্ত রপ্তান জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বছরে একাধিকবার তাঁদের এলাকা ভাঙনের মুখে পড়ে। দুর্গাবাটি ক্লোজারের পাশে সম্প্রতি ভাঙন দেখা দেওয়ার পর সাগরে নিম্নচাপ সৃষ্টির ঘোষণায় এলাকাবাসী উদ্বিগ্ন।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা প্রায় ১২৭ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধের মধ্যে ৫০০ মিটারের মতো জায়গা অধিক ঝুঁকিপূর্ণ। পশ্চিম কৈখালীসহ দাতিনাখালী এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে জানিয়ে তাঁরা বলেন, দুর্গাবাটি এলাকার ভাঙনকবলিত অংশে প্রায় ১৫০ মিটার বাঁধ জিও শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, ‘আজ জেলা প্রশাসকের সঙ্গে সভা শেষে দুর্যোগকালীনে জনপ্রতিনিধিসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ উপকূল রক্ষা বাঁধ মেরামতে পাউবো সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শ্যামনগরে সরকারিভাবে ১০৪টি সাইক্লোন শেল্টার থাকলেও বেসরকারি পর্যায়ে সেই সংখ্যা ১৮১। সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার জন আশ্রয় নিতে পারবে বলে দাবি উপজেলা প্রশাসনের।

সাগরে নিম্নচাপের কারণে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আজ রোববার সকাল থেকে উপকূলবর্তী বিভিন্ন অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি সমগ্র এলাকায় গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। এদিকে উপকূল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে শ্যামনগরের বুড়িগোয়ালীনি, কৈখালী ও গাবুরা এলাকা ঘুরে দেখা যায়, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ভর করেছে। উপকূল রক্ষা বাঁধের দুরবস্থা নিয়ে উদ্বেগে এলাকাবাসী। দুর্যোগকালীন জানমাল রক্ষায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকে।
স্থানীয়দের মতে, রোববার নদীতে জোয়ারের পানি বেড়েছে। তবে বাতাস বয়ে না যাওয়ায় ভয়ে রয়েছেন তাঁরা। জানান, জোয়ারের চাপ ও ঝড় একসঙ্গে হলে ঝড়ের গতিবেগ দুর্বল হয়।
চকবারা গ্রামের সবুজ হোসেন বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ‘সিগন্যাল’ বেশি হলে পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি।’
ঝুঁকিপূর্ণ বাঁধ আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা নীলকান্ত রপ্তান জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বছরে একাধিকবার তাঁদের এলাকা ভাঙনের মুখে পড়ে। দুর্গাবাটি ক্লোজারের পাশে সম্প্রতি ভাঙন দেখা দেওয়ার পর সাগরে নিম্নচাপ সৃষ্টির ঘোষণায় এলাকাবাসী উদ্বিগ্ন।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা প্রায় ১২৭ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধের মধ্যে ৫০০ মিটারের মতো জায়গা অধিক ঝুঁকিপূর্ণ। পশ্চিম কৈখালীসহ দাতিনাখালী এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে জানিয়ে তাঁরা বলেন, দুর্গাবাটি এলাকার ভাঙনকবলিত অংশে প্রায় ১৫০ মিটার বাঁধ জিও শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, ‘আজ জেলা প্রশাসকের সঙ্গে সভা শেষে দুর্যোগকালীনে জনপ্রতিনিধিসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ উপকূল রক্ষা বাঁধ মেরামতে পাউবো সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শ্যামনগরে সরকারিভাবে ১০৪টি সাইক্লোন শেল্টার থাকলেও বেসরকারি পর্যায়ে সেই সংখ্যা ১৮১। সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার জন আশ্রয় নিতে পারবে বলে দাবি উপজেলা প্রশাসনের।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৩ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৪ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৪ ঘণ্টা আগে