যশোর প্রতিনিধি

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সেলিম রেজা ডাবলু (৪০)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
গতকাল রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে ডাবলুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ডাবলু। পরে রোববার সকালে এক চাচার ফোনে তাঁরা মৃত্যুর খবর পান। স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে উপস্থিত পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শাহীনের ভাষ্য, ‘‘যদি ছিনতাই হতো, তবে ছিনতাইকারীরা কয়েকটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, পিঠ ও দুই পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এটা শুধুই ছিনতাই নয়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, ভোরে পুলিশ একটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে, পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সেলিম রেজা ডাবলু (৪০)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
গতকাল রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে ডাবলুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ডাবলু। পরে রোববার সকালে এক চাচার ফোনে তাঁরা মৃত্যুর খবর পান। স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে উপস্থিত পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শাহীনের ভাষ্য, ‘‘যদি ছিনতাই হতো, তবে ছিনতাইকারীরা কয়েকটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, পিঠ ও দুই পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এটা শুধুই ছিনতাই নয়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, ভোরে পুলিশ একটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে, পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে