কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০), তাঁর ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার আঠারোমাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বাবা-ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, কেশবপুর থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর জোয়াদ্দার ও তাঁর ছেলে মোস্তাইন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোলাম মোস্তফার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান এবং গোলাম মোস্তফা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথে আহত গোলাম মোস্তফা মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে স্বজনদের মৃত অবস্থায় পেয়ে আহাজারি করতে থাকেন। এ সময় হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়।

যশোরের কেশবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০), তাঁর ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার আঠারোমাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বাবা-ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, কেশবপুর থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর জোয়াদ্দার ও তাঁর ছেলে মোস্তাইন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোলাম মোস্তফার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান এবং গোলাম মোস্তফা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথে আহত গোলাম মোস্তফা মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে স্বজনদের মৃত অবস্থায় পেয়ে আহাজারি করতে থাকেন। এ সময় হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৫ ঘণ্টা আগে