পানির অভাবে পাট জাগ দিতে পারছে না মেহেরপুরের গাংনীর কৃষকেরা। কোথাও পানি না পেয়ে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এ জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে চাষিদের।
উপজেলার করমদী গ্রামের পাট চাষি বাচ্চু মিয়া বলেন, ‘পানির অভাবে পাট জাগ দিতে পারছি না। তাই বাধ্য হয়ে ১৫ শ টাকা ভাড়া দিয়ে অন্যের পুকুরে পাট জাগ দিতে হচ্ছে। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের। সব কিছুরই খরচ বেড়ে গেছে। মজুরি খরচ জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তা ছাড়া পাটের ছাল ছাড়ানো, গাড়ি ভাড়া করে জমি থেকে পাট পুকুরে নেওয়া—সব মিলিয়ে পাট চাষে অনেক খরচ। তবে পাটের ভালো দাম পেলে লোকসান গুনতে হবে না চাষিদের।’
ঝোড়াঘাট গ্রামের পাট চাষি ইয়ারুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল খাল-বিল পুকুরে পানি জমবে। কিন্তু পরে আর বৃষ্টি হলো না। তাই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এভাবে পাট জাগ দিতে গিয়ে বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে আমাদের।’
দেবীপুর গ্রামের পুকুর মালিক মো. মিলন হোসেন বলেন, ‘পুকুরে এবার তেমন মাছ ছিল না। তাই যা ছিল ধরে বিক্রি করে দিয়েছি। বিঘাপ্রতি পাট জাগ দিতে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছি। পাটের মৌসুম চলে গেলে পুকুরের পানি শোধন করে আবার মাছ চাষ করব।’
পাট চাষি আব্দুর রশিদ বলেন, ‘পাট জাগ দিতে গিয়ে সিরিয়াল দিতে হচ্ছে। একজনের হয়ে গেল, তখন আরেকজন দিচ্ছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় অনেক পাট রাখা আছে। আবার অনেকে নিজের জমিতে গর্ত করে শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দিচ্ছে।’
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চাষি পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, পাট জাগ বা পচন দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে আছে পাট চাষিরা। পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে তাদের। তবে বৃষ্টি হলে এ দুর্ভোগ থাকবে না।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে