
বন্ধুর পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক বছরের কারাদণ্ড হয়েছে পিকুল নামের এক কলেজছাত্রের। কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রকৃত এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদাকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদারের হয়ে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে যান পিকুল নামের ওই কলেজছাত্র।
মূল পরীক্ষার্থী আবু ওবাইয়া উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তার বদলি হয়ে পরীক্ষায় অংশ নেওয়া কলেজছাত্র পিকুল স্থানীয় বাঐজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কক্ষ পরিদর্শক শামীম আহমেদ বলেন, ‘যশোর বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থগিত ছিল। সেই স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ (রোববার) অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে সন্দেহ হয়। এরপর তার নাম জিজ্ঞেস করতেই বেরিয়ে যায় থলের বিড়াল! বন্ধু আবু ওবাইদার হয়ে পরীক্ষায় অংশ নিলেও কক্ষ পরিদর্শকের কাছে অসাবধানতাবশত নিজের নাম পিকুল বলে ফেলে। এরপর তাঁকে কেন্দ্রসচিবের কক্ষে আনা হয়। সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে সোপর্দ করা হয়। পিকুল তাঁর দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসুদেব কুমার মালো এক বছরের কারাদণ্ডাদেশ দেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শিক্ষকেরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে।’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে