মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

বন্ধুর পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক বছরের কারাদণ্ড হয়েছে পিকুল নামের এক কলেজছাত্রের। কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রকৃত এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদাকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদারের হয়ে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে যান পিকুল নামের ওই কলেজছাত্র।
মূল পরীক্ষার্থী আবু ওবাইয়া উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তার বদলি হয়ে পরীক্ষায় অংশ নেওয়া কলেজছাত্র পিকুল স্থানীয় বাঐজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কক্ষ পরিদর্শক শামীম আহমেদ বলেন, ‘যশোর বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থগিত ছিল। সেই স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ (রোববার) অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে সন্দেহ হয়। এরপর তার নাম জিজ্ঞেস করতেই বেরিয়ে যায় থলের বিড়াল! বন্ধু আবু ওবাইদার হয়ে পরীক্ষায় অংশ নিলেও কক্ষ পরিদর্শকের কাছে অসাবধানতাবশত নিজের নাম পিকুল বলে ফেলে। এরপর তাঁকে কেন্দ্রসচিবের কক্ষে আনা হয়। সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে সোপর্দ করা হয়। পিকুল তাঁর দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসুদেব কুমার মালো এক বছরের কারাদণ্ডাদেশ দেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শিক্ষকেরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে।’

বন্ধুর পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক বছরের কারাদণ্ড হয়েছে পিকুল নামের এক কলেজছাত্রের। কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রকৃত এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদাকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদারের হয়ে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে যান পিকুল নামের ওই কলেজছাত্র।
মূল পরীক্ষার্থী আবু ওবাইয়া উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তার বদলি হয়ে পরীক্ষায় অংশ নেওয়া কলেজছাত্র পিকুল স্থানীয় বাঐজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কক্ষ পরিদর্শক শামীম আহমেদ বলেন, ‘যশোর বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থগিত ছিল। সেই স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ (রোববার) অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে সন্দেহ হয়। এরপর তার নাম জিজ্ঞেস করতেই বেরিয়ে যায় থলের বিড়াল! বন্ধু আবু ওবাইদার হয়ে পরীক্ষায় অংশ নিলেও কক্ষ পরিদর্শকের কাছে অসাবধানতাবশত নিজের নাম পিকুল বলে ফেলে। এরপর তাঁকে কেন্দ্রসচিবের কক্ষে আনা হয়। সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে সোপর্দ করা হয়। পিকুল তাঁর দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসুদেব কুমার মালো এক বছরের কারাদণ্ডাদেশ দেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শিক্ষকেরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে।’

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৯ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
১৫ মিনিট আগে
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
১৭ মিনিট আগে