আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে