আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন।
আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।
নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সুমাইয়া আক্তার নামের এক ছাত্রীকে স্কুলে ভর্তি করিয়ে ভ্যানে করে বাসায় ফিরছিল পরিবার। পথে সড়ক দুর্ঘটনায় তার ভাই ও ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় একই ভ্যানে থাকা সুমাইয়া ও তার মা গুরুতর আহত হন।
আজ দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব মাতাপুর ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।
নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিল সে। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ তার মৃত্যু হয়। তার মায়ের তেমন জটিলতা না থাকায় বাড়িতে আছেন; জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার গুরুতর আহত বোনের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড়ে একটি পিকআপ ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। রাস্তা ক্রসিংয়ের আগমুহূর্তে ভ্যানটির লোহার এক্সেল ভেঙে জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী পিকআপের সামনে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৯ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২১ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৮ মিনিট আগে