নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবি করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ বুধবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানেরা ৯টি অভিযোগ তুলেছেন ইউএনওর বিরুদ্ধে। তাঁদের দাবি ইউএনও উন্নয়নকাজে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, বৈষম্য ও অর্থ আত্মসাৎ করছেন। যদিও নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসব অস্বীকার করে চেয়ারম্যানদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলার কুলকাঠী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু লিখিত বক্তব্যে বলেন, ইউএনও মো. নজরুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। তাঁর খামখেয়ালিপনার কারণে ইতিমধ্যে তাঁরা দুটি মাসিক সভা বর্জন করেছেন। গত ৮ ফেব্রুয়ারি ইউএনওর অপসারণ চেয়ে বিভাগীয় কমিশনার বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন।
চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনওর বিরুদ্ধে আক্তারুজ্জামান বাচ্চুর উত্থাপন করা ৯টি অভিযোগ হচ্ছে-নলছিটি উপজেলার টিআর কাবিখার প্রকল্প ছাড় করা হচ্ছে না, উপজেলা পরিষদের আয় ও ব্যয়ের হিসেবে যথাযথভাবে হয় না, মাসিক সভায় জনপ্রতিনিধিদের বক্তব্য লিপিবদ্ধ না করে ইউএনও ইচ্ছে মতো রেজ্যুলেশন করেন, ইউএনও নজরুল ইসলাম বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদা তুলেছেন, টিআর কাবিখার নীতিমালা অনুসরণ হচ্ছে না, জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি ঘর বরাদ্দের নামে টাকা হাতিয়ে নেওয়া, উপজেলা পরিষদের নারিকেল ও মাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং শুকনা খাবার ও কম্বল বিতরণেরও অনিয়ম করেছেন ইউএনও নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নকিবুর রহমান শাহীন, মগর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহীন, রানাপাশা ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান গফফার খান, কুসঙ্গল চেয়ারম্যান আলমগীর হোসেন, দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে তাঁর দাবি টিআর কাবিখার কাজে চেয়ারম্যানেরা কাজ না করেই বিল চান। তিনি কেন ওই বিল দিবেন। নীতিমালা অনুযায়ী তিনি শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছেন। বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদাবাজির কোনো ভিত্তি নেই।
ইউএনও দাবি করেন, তিনি যোগদানের ছয় মাস আগেই সরকারি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে একটি সভায় কয়েকজন ইউপি চেয়ারম্যান আসেননি বলে শিকার করেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবি করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ বুধবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানেরা ৯টি অভিযোগ তুলেছেন ইউএনওর বিরুদ্ধে। তাঁদের দাবি ইউএনও উন্নয়নকাজে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, বৈষম্য ও অর্থ আত্মসাৎ করছেন। যদিও নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসব অস্বীকার করে চেয়ারম্যানদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলার কুলকাঠী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু লিখিত বক্তব্যে বলেন, ইউএনও মো. নজরুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। তাঁর খামখেয়ালিপনার কারণে ইতিমধ্যে তাঁরা দুটি মাসিক সভা বর্জন করেছেন। গত ৮ ফেব্রুয়ারি ইউএনওর অপসারণ চেয়ে বিভাগীয় কমিশনার বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন।
চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনওর বিরুদ্ধে আক্তারুজ্জামান বাচ্চুর উত্থাপন করা ৯টি অভিযোগ হচ্ছে-নলছিটি উপজেলার টিআর কাবিখার প্রকল্প ছাড় করা হচ্ছে না, উপজেলা পরিষদের আয় ও ব্যয়ের হিসেবে যথাযথভাবে হয় না, মাসিক সভায় জনপ্রতিনিধিদের বক্তব্য লিপিবদ্ধ না করে ইউএনও ইচ্ছে মতো রেজ্যুলেশন করেন, ইউএনও নজরুল ইসলাম বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদা তুলেছেন, টিআর কাবিখার নীতিমালা অনুসরণ হচ্ছে না, জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি ঘর বরাদ্দের নামে টাকা হাতিয়ে নেওয়া, উপজেলা পরিষদের নারিকেল ও মাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং শুকনা খাবার ও কম্বল বিতরণেরও অনিয়ম করেছেন ইউএনও নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নকিবুর রহমান শাহীন, মগর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহীন, রানাপাশা ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান গফফার খান, কুসঙ্গল চেয়ারম্যান আলমগীর হোসেন, দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে তাঁর দাবি টিআর কাবিখার কাজে চেয়ারম্যানেরা কাজ না করেই বিল চান। তিনি কেন ওই বিল দিবেন। নীতিমালা অনুযায়ী তিনি শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছেন। বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদাবাজির কোনো ভিত্তি নেই।
ইউএনও দাবি করেন, তিনি যোগদানের ছয় মাস আগেই সরকারি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে একটি সভায় কয়েকজন ইউপি চেয়ারম্যান আসেননি বলে শিকার করেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে