ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করতে চায়, দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।’
আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।
পিরোজপুরের কর্মসূচির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজাপুরে মধ্যাহ্নভোজ শেষে ঝালকাঠি আসেন। তাঁরা প্রথমে নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন ও কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে এনসিপি নেতারা কাপড়িয়াপট্টি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার এনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
নাহিদ আরও বলেন, ‘একটি সফল গণ-অভ্যুত্থানের পরও যেন আমরা পুরোনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানীং রাজনীতিতে নতুন করে একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে, এখনো রাজপথে নামতে প্রস্তুত। তবে আমরা চাই না রাজপথই হোক একমাত্র সমাধান। মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করতে চায়, দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।’
আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।
পিরোজপুরের কর্মসূচির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজাপুরে মধ্যাহ্নভোজ শেষে ঝালকাঠি আসেন। তাঁরা প্রথমে নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন ও কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে এনসিপি নেতারা কাপড়িয়াপট্টি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার এনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
নাহিদ আরও বলেন, ‘একটি সফল গণ-অভ্যুত্থানের পরও যেন আমরা পুরোনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানীং রাজনীতিতে নতুন করে একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে, এখনো রাজপথে নামতে প্রস্তুত। তবে আমরা চাই না রাজপথই হোক একমাত্র সমাধান। মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে